Cyclone Yaas: দিঘা থেকে ৫৮০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ইয়াস, বুধবার দুপুরে আছড়ে পড়বে পারাদ্বীপ-সাগরের মাঝে

Continues below advertisement

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। বুধবার দুপুরে আছড়ে পড়বে পারাদ্বীপ-সাগরে মাঝামাঝি। পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮৫ কিমির কাছে। দুই ২৪ পরগনায় ১০০ কিমি, কলকাতায় ৮০ থেকে ৯০ কিমির কাছে ঝড়ের সতর্কতা। শেষ খবর পাওয়া অনুযায়ী, দিঘা থেকে ৫৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। রাত থেকেই কলকাতা-সহ উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া, দফায় দফায় বৃষ্টি। কাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা দিয়ে স্থলভাগে ঘূর্ণিঝড়ের ঢোকার সময় সমুদ্রে ২ থেকে ৪ মিটার জলোচ্ছ্বাসের আশঙ্কা। ওড়িশা-বাংলা হয়ে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সম্ভাবনা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram