Cyclone Yaas Update: পূর্ণিমার ভরা কোটালে কোথায় পৌঁছবে জল? ডুব-জলে বসেই আতঙ্কে প্রহর গুনছে নামখানাবাসী

Continues below advertisement

ঘূর্ণিঝড় ইয়াসের জেরে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলা কার্যত জলমগ্ন হয়ে গিয়েছে। নামখানার (Namkhana) একটি গ্রাম প্রায় জলমগ্ন। যতদূর চোখ যাচ্ছে, শুধু জল আর জল। খড়ের গাদা থেকে শুরু করে রাস্তা, জমির ফসল সব জলের তলায় চলে গিয়েছে। ডুবে গিয়েছে বিশালাকার গাছও। এখন ভাটা চলা সত্ত্বেও নামেনি জল। রাতের দিকে পূর্ণিমার ভরা কোটালের জেরে জল বাড়লে কী হবে, ভেবে আতঙ্কিত স্থানীয়রা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram