Cyclone Yash News: মে মাসে আয়লা, মে মাসেই আমফান, এবার কী যশ?

Continues below advertisement

সেই মে। এই মে মাসই দেখেছিল দক্ষিণবঙ্গের বুকে বিধ্বংসী আমফানের তাণ্ডব। দেখেছিল আয়লার ভয়াবহতা। গত বছরে ২০ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে ছারখার করে দিয়েছিল আমফান। ২০০৯ সালের ২৫ মে লণ্ডভণ্ড করে দিয়েছিল আয়লা। সেই মে মাসেই আবার ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। এবার যশ (Cyclone Yash)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শনিবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। তা ২৬ মে পৌঁছতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram