Dilip On Covid Restrictions: 'ট্রেন-মেট্রো না চললে বাসের যাত্রী কোথা থেকে আসবে?', কোভিড-বিধি প্রসঙ্গে মন্তব্য দিলীপের
১ জুলাই থেকে ৫০% যাত্রী নিয়ে চলবে সরকারি, বেসরকারি বাস (Bus), অটো (Auto), টোটো। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন(Local Train), মেট্রো (Metro)। জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় থাকছে কড়াকড়ি। করোনা (Corona) বিধি মেনে বৃহস্পতিবার থেকে দিনে সাত ঘণ্টার জন্য খুলছে সেলুন, পার্লার। জিম খোলা আট ঘণ্টা। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে বাজার। ১১ থেকে ৯ ঘণ্টা বাকি দোকান খোলায় অনুমতি।
বাস চালানো নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghohs) বলেন, "বাসের প্যাসেঞ্জার কোথা থেকে আসবে, যদি ট্রেন না চলে বা মেট্রো না চলে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উপনির্বাচন চাইছেন। অথচ ট্রেন চলছে না। নিজের স্বার্থেই সব সিদ্ধান্ত নিচ্ছেন। সাধারণ মানুষের জীবন পদ্ধতিতে আয়ের উপায় কমে যাচ্ছে। সেই জন্য লোকাল ট্রেন যতক্ষণ না চলবে ততক্ষণ জীবন স্বাভাবিক হবে না। বাস চললে ট্রেনও চালাতে হবে।"
দেবাঞ্জনের (Debanjan Deb) ডেরা থেকে বিভিন্ন সরকারি অফিস ও দফতরের ভুয়ো স্ট্যাম্প (Fake Stamp) উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যে দোকান থেকে এই ভুয়ো স্ট্যাম্পগুলি তৈরি করা হত, তার হদিশ পেলেন লালবাজারের গোয়েন্দারা।