COVID-19 এক ঝলকে: করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে কাটোয়ায় সেফ হোম খুলল পুরসভা

Continues below advertisement

অক্সিজেন মিললেও তা নিতে হচ্ছে বসে অথবা মেঝেতে শুয়ে। অব্যবস্থার ছবি ধরা পড়ল সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও কোভিড হাসপাতালে। স্রেফ অবহেলায় ফেলে রাখায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বেড খালি নেই, স্বীকারোক্তি হাসপাতাল কর্তৃপক্ষের। 

করোনা সংক্রমণ ঠেকাতে পেট্রাপলে বানিজ্য বন্ধের আর্জি। মুখ্য় সচিবকে চিঠি জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠের। একই আবেদন জানিয়ে ক্লিয়ারিং এজেন্টের তরফে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। 

বিধিভেঙে রাত আটটার পর খোলা দোকান। এমনকী খোলা ছিল হোটেল, শপিং মলও। মেদিনীপুর শহরে একাধিক জায়গায় হানা দিয়ে সব বন্ধ করে দিল পুলিশ। বেশ কয়েক জায়গায় জমায়েত হঠাতে লাঠি চালায় পুলিশ। 

করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এবার সেফ হোম খুলল কাটোয়া পুরসভা। ৪৮ শয্যার এই সেফ হোমে কোভিড আক্রান্তরা সবরকম চিকিৎসা পাবেন। আক্রান্ত বা মৃদু উপসর্গ নিয়ে আসা রোগীরা বিনামূল্যে ডাক্তার, অক্সিজেন ও ওষুধ পাবেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram