এক ঝলকে: মুকুলের প্রত্যাবর্তনের দিনই বনগাঁয় দিলীপের বৈঠকে গরহাজির শান্তনু ঠাকুর
বিধানসভা ভোটের পরই বিজেপিতে (BJP) বড় ভাঙন। সাড়ে তিন বছর পর তৃণমূলে ফিরলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)। তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উত্তরীয় পরিয়ে মুকুল রায় ও শুভ্রাংশু রায়কে দলে স্বাগত জানালেন অভিষেক। মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের দিনই বনগাঁয় দিলীপের বৈঠকে গরহাজির তিন বিধায়ক। এলেন না সাংসদ শান্তনু ঠাকুরও (Shantanu Thakur)। কেন এড়ালেন বৈঠক? প্রতিক্রিয়া মেলেনি অনুপস্থিত সাংসদ-বিধায়কদের। মুকুল রায় ও শুভ্রাংশু রায় তৃণমূলে ফিরতেই বর্ধমান শহরে আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মীরা। হল মিষ্টিমুখও। জাল নথি ব্যবহার করে প্রায় ১৩০০ ভারতীয় সিম চিনে নিয়ে গিয়েছিল হান জুনওয়ে। বিএসএফ (BSF) সূত্রে দাবি, অন্তর্বাসের আড়ালে সিম নিয়ে যেত বলে জেরায় স্বীকার করেছে ধৃত যুবক। এদিকে হানকে জেরা করবে উত্তরপ্রদেশের এটিএস, এনআইএ। ব্ল্যাক ফাঙ্গাসের (Black Fungus) সংক্রমণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।