এক ঝলকে: 'TMC-র উচ্ছিষ্ট BJP-র ঘরে', খোঁচা Madan-এর

Continues below advertisement

মুর্শিদাবাদে শ্যুটআউট। বাড়ি ফেরার পথে কান্দিতে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। ভর্তি হাসপাতালে। রাজনৈতিক আক্রোশে হামলা, দাবি তৃণমূলের। বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে শুভেন্দু অধিকারীর মুখে 'খেলা হবে' স্লোগান। তৃণমূলের উচ্ছিষ্ট বিজেপির ঘরে ঘরে, পাল্টা মদন মিত্র। এবার দিলীপ ঘোষের মুখেও 'খেলা হবে' স্লোগান, পাল্টা তৃণমূল। বিজেপির রথযাত্রা থেকেও উঠল 'খেলা হবে' স্লোগান। ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) বিরুদ্ধে ধিক্কার স্লোগান তুলে মিছিল কল্যাণের (Kalyan Banerjee)। এটাই তৃণমূলের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। মা দুর্গাকে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূল। শ্রীরামপুরে প্রতিবাদে নেড়া হলেন তৃণমূল কর্মীরা। ভোটের মুখে মিনাখাঁয় আক্রান্ত বিজেপি নেতা। আপাতত বিপন্মুক্ত। দোষীদের গ্রেফতারির দাবিতে দেগঙ্গা-মিনাখাঁয় বিক্ষোভ বিজেপির। দুষ্কৃতীদের বিরুদ্ধে সভা বানচালের অভিযোগ করলেন ঘাসফুল থেকে সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া ডায়মন্ড হারবারের বিধায়ক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram