Bangladeshi arrested: জাল স্কুল সার্টিফিকেট তৈরি করে জালিয়াতি, গ্রেফতার বাংলাদেশি যুবক
Continues below advertisement
জাল স্কুল সার্টিফিকেট (Fake School Certificate) তৈরি করে জালিয়াতি। গ্রেফতার বাংলাদেশি যুবক। রায়গাছির আবাসন থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, জাল সার্টিফিকেটের ভিত্তিতে আধার ও ভোটার কার্ড তৈরি করা হত। ৯০ হাজার টাকা খরচ করে জাল সার্টিফিকেট তৈরি করে ওই যুবক। পাসপোর্ট (Passport) তৈরি করতে গিয়ে জালিয়াতি নজরে আসে। রাজারহাট থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে।
অন্যদিকে, রাজ্যে কি ফের হানা দিল র্যানসমওয়ার? অধ্যাপকের কম্পিউটার লক করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ। গোবরডাঙা হিন্দু কলেজের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক সন্দীপ রায়ের অভিযোগ, দিনকয়েক আগে তাঁর কম্পিউটারের সমস্ত তথ্য লক হয়ে যায়। কোনও ফাইল দেখতে গেলে মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে অভিযোগ। অধ্যাপকের সন্দেহ, তিনি র্যানসমওয়্যারের কবলে পড়েছেন।
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda Passport Barasat ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Rajarhat Police Station Fake Certificate Raigachi Fake Voter ID Card Fake Adhar Card