Fake IAS Debanjan Deb: শিলিগুড়িতেও ‘প্রতারণার ফাঁদ’ দেবাঞ্জনের!

Continues below advertisement

শিলিগুড়িতেও প্রতারণার জাল ফেঁদেছিলেন দেবাঞ্জন দেব? এবার সামনে এল ভুয়ো আইএএসের উত্তরবঙ্গ-যোগ। শিলিগুড়ির বাসিন্দা সৌভিক মজুমদারের দাবি, ২০১৭-র ডিসেম্বরে কলকাতার একটি অনুষ্ঠানে দেবাঞ্জনের সঙ্গে তাঁর আলাপ। নিজেকে IAS পরিচয় দিয়ে শিলিগুড়িতে এসেছিলেন দেবাঞ্জন। সৌভিককে ২টি গান লিখে দেওয়ার প্রস্তাব দেন। নিয়ে যান কালিম্পঙের একটি ট্যুরিস্ট লজে। অভিযোগ, সেখানেই চা বাগানের সমস্যা নিয়ে টি বোর্ডের ধাঁচে আলাদা পর্ষদ গড়া এবং তার দায়িত্ব সৌভিককে দেওয়া হবে বলে দেবাঞ্জন আশ্বাস দেন। এই ঘনিষ্ঠতার সূত্র ধরেই ২০১৮-য় তিনি সৌভিকের কাছ থেকে ৩ লক্ষ টাকা চান। লাখখানেক টাকা শোধ হলেও, বাকিটা ফেরত পাননি বলে শিলিগুড়ির ওই বাসিন্দার অভিযোগ। অভিযোগকারীর দাবি, কলকাতায় দেবাঞ্জনের মাদুরদহের বাড়িতেও যান তিনি। নেমপ্লেটে IAS লেখা দেখে দেবাঞ্জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। ভুয়ো ভ্যাকসিনকাণ্ড প্রকাশ্যে আসতেই এতদিন পর মুখ খুলেছেন শিলিগুড়ির ওই বাসিন্দা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram