Fake Vaccination Scam: কসবার ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের জল গড়াল এবার সুপ্রিমকোর্টে
Continues below advertisement
দেবাঞ্জনকাণ্ডে এখনই সিবিআই (CBI) তদন্তের প্রয়োজন নেই বলে গত ৯ জুলাই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই নির্দেশ বাতিলের দাবিতে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করলেন এক আইনজীবী। মামলাকারী আইনীজীবীর আবেদন, কলকাতা পুলিশের উপর ভরসা না রেখে উপযুক্ত তদন্তের সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হোক। কসবার ক্যাম্পে হদিশ মেলার পরই সামনে আসে ভুয়ো ভ্যাকসিনকাণ্ড। গ্রেফতার করা হয় ভুয়ো আইএএস (Fake IAS) দেবাঞ্জন দেবকে (Debanjan Deb)। এই ঘটনায় ইতিমধ্য়েই সিট গঠন করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। সেই তদন্তের উপরেই ৯ জুলাই আস্থা প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্য়ায়। তবে শনিবার সুপ্রিমকোর্টে মামলাকারী এক আইনজীবী প্রশ্ন তোলেন, "বিশেষজ্ঞের রিপোর্ট ছাড়া পুলিশ কীকরে জানলো, ভ্যাকসিন ভুয়ো ছিল?"
Continues below advertisement
Tags :
Supreme Court Kolkata ABP Ananda Calcutta High Court Kasba Mimi Chakraborty ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bengali News Fake IAS Debanjan Deb Fake Vaccine Fake Vaccination Scam 18 July News