Top Stories: করোনার জেরে বাতিল হাওড়া ও শিয়ালদা ডিভিশনের ৫২টি লোকাল, কমল মেট্রোর সংখ্যাও
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৩ হাজার ছুঁইছুঁই। মৃত্যু ৫৯ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৮৩০। মৃত্যু হয়েছে ১৭ জনের। করোনা (Corona) রিপোর্ট আসতে দেরি। মেলেনি অক্সিজেনও। গড়ফায় বিনা চিকিৎসায় মৃত্যু বৃদ্ধার। নিমতা, তিলজলা থেকে সোনারপুর, ঘণ্টার পর ঘণ্টা আক্রান্তের দেহ পড়ে থাকার ছবি। খবর সম্প্রচারের পর ব্যবস্থা। দেশজুড়ে অক্সিজেনের আকাল। প্রভাব কলকাতাতেও। মেডিক্যাল কলেজ চত্বরের ওষুধের দোকানে অক্সিজেন সিলিন্ডার অমিল, দাবি ব্যবসায়ীদের। অক্সিজেনের হিসেব নিকেশ শুরু করেছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল (Shambhunath Pandit Hospital)। ক্ষমতায় এলেই রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে বিজেপি (BJP) সরকার, ট্যুইট বঙ্গ বিজেপির। রেলে আরও চওড়া করোনার থাবা। হাওড়া, শিয়ালদা ডিভিশনে একের পর এক ট্রেনের চালক, গার্ড সংক্রমিত। দুই ডিভিশনে বাতিল ৫২টি লোকাল। বাতিল ১৬টি প্যাসেঞ্জার ট্রেনও। করোনা আবহে এবার কমছে মেট্রো সংখ্যাও। রবিবার মাত্র ১০০টি মেট্রো চলবে কলকাতায়। কোভিড পরিস্থিতিতে নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করলেন অভিনেতা সাংসদ দেব (Dev)। আয়কর ভবনে অগ্নিকাণ্ড। আগুন লাগে চারতলায়। ধোঁয়ায় ভরে যায় এলাকা। বন্ধ করে দেওয়া হয় লিফট। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা।