Fire: মহেশতলায় কারখানায় ৯ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন
Continues below advertisement
সন্ধে গড়িয়ে রাত। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি মহেশতলায় শিল্পতালুকের আগুন। একের পর এক বিস্ফোরণ। ভেঙে পড়ছে কারখানার অংশ। আহত হয়েছেন একজন। দমকল ইঞ্জিনের পাশাপাশি আগুন নেভাতে কাজে লাগানো হয় রোবট। অগ্নি সুরক্ষার ব্যবস্থা নেই, ঘটনাস্থলে গিয়ে জানিয়েছেন দমকলমন্ত্রী।
অন্যদিকে, আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগে ফের জটিলতা দেখা দিয়েছে। আদালতের অনুমতি ছাড়া আপার প্রাইমারিতে শিক্ষক পদে নিয়োগপত্র দেওয়া যাবে না। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইন্টারভিউয়ের পর তৈরি রাখতে হবে প্য়ানেল। আর তিন মাস পর পরবর্তী শুনানি।
কাল তৃণমূলের (TMC) ২১ জুলাইয়ের শহিদ দিবস। করোনাকালে এবার ভার্চুয়াল মাধ্য়মে ভাষণ দেবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তার জন্য একাধিক উদ্য়োগ নিয়েছে তৃণমূল।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee 21 July ABP Ananda Fire South 24 Parganas Calcutta High Court ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Upper Primary Devastating Fire Maheshtala Mamata Banerjee Upper Primary Recruitment Fire In Maheshtala Maheshtala Fire