FRAXA Research Foundation: অটিজম-সংক্রান্ত ‘ফ্র্যাজাইল এক্স’ সিনড্রোম নিয়ে গবেষণায় বিশেষ অবদান, গ্লোবাল চ্যাম্পিয়ন পুরস্কার পেলেন বিজ্ঞানী সুমন্ত্র চট্টোপাধ্যায়
২০২১-এর ‘FRAXA Research Foundation গ্লোবাল চ্যাম্পিয়ন’ পুরস্কার পেলেন বিজ্ঞানী সুমন্ত্র চট্টোপাধ্যায়। অটিজম-সংক্রান্ত ‘ফ্র্যাজাইল এক্স’ সিনড্রোম নিয়ে গবেষণায় বিশেষ অবদানের জন্য সন্মানিত হলেন ব্যাঙ্গালোরের National Center For Biological Sciences-এর অধ্যাপক। বছরের পর বছর ধরে গবেষণা করে মস্তিষ্কে খুঁজে পেয়েছেন অ্যামিগডেলা৷ বিজ্ঞানীর ব্যাখ্যা, এই অ্যামিগডেলাই আমাদের আবেগের কেন্দ্রবিন্দু৷ তিনিই প্রথম ব্যাখ্যা করেছেন, কেন কিছু স্মৃতি চিরন্তন আর কেন, কিছু কিছু জিনিস আমরা প্রতিদিন ভুলে যাই৷ অটিজমে আক্রান্তদের মধ্যে দেখা যায় ‘ফ্র্যাজাইল এক্স সিনড্রোম’। বাঙালি বিজ্ঞানীর আবিষ্কার অন্ধকারে আশার আলো দেখিয়েছে অসংখ্য মানুষকে৷ তিনিই পথ দেখিয়েছেন, ওষুধের মাধ্যমে অটিজিমের হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়৷ ‘FRAXA Research Foundation-এর উদ্যোগে এ বছরই প্রথম এই পুরস্কার দেওয়া হল। প্রথবারেই স্বীকৃতি পেলেন বাঙালার কৃতী বিজ্ঞানী।