Fuel Price Hike: মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ক্যানিংয়ে এলপিজি সিলিন্ডার কাঁধে বিক্ষোভ তৃণমূলকর্মীদের
পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যানিংয়ে (Canning) তৃণমূলের মিছিল। নেতৃত্বে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) শওকত মোল্লা। এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার ঘাড়ে নিয়ে জীবনতলার সদানন্দ মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মীরা।
বিজেপিকে দেখে তৃণমূলও আন্দোলনে নামছে। আন্দোলন করে দাম কমবে না। সরকার দাম কমাতে পারে না। রেগুলেটরি কমিটি আছে, তারাই সিদ্ধান্ত নেয়। রাজ্য ৪০ টাকার বেশি নিচ্ছে, কেন্দ্র সেখানে ২০ টাকা নিচ্ছে। রাজ্য সেস কমিয়ে দিক, দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
একইসঙ্গে, বাস ভাড়া নিয়ে এখনও সমাধানসূত্র অধরা। ভাড়া বাড়ানোর দাবিতে অনড় বাস মালিক সংগঠনগুলি। নিজেদের মধ্যে বৈঠকের পর ফের ভাড়া বাড়ানোর দাবি তুলেছে একটি সংগঠন। বাস চালালে কত লোকসান, আর একটি সংগঠন তার হিসেব জানিয়ে চিঠি দিয়েছে পরিবহণ দফতরকে।