TMC vs Governor: মুখ্যমন্ত্রীর চিঠি সামনে এনে রাজ্যপাল সংবিধান ভঙ্গ করেছেন, আক্রমণ সুখেন্দুর
জিটিএ (GTA) এবং জৈন হাওয়ালা (Jain Hawala) মামলা প্রসঙ্গ তুলে দুর্নীতি নিয়ে একে অপরের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যপালকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। জৈন হাওয়ালার পাশাপাশি রাজ্যপালের উত্তরবঙ্গ সফর এবং ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে কটাক্ষ করেছেন তিনি। সেই প্রসঙ্গে পাল্টা সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। এই প্রসঙ্গে সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, ‘রাজ্যপালের উচিত সংবিধান মেনে চলা। মুখ্যমন্ত্রীর সঙ্গে চিঠিতে কী আলোচনা হয়েছে তা সংবাদমাধ্যমের সামনে এনে রাজ্যপাল সংবিধান ভঙ্গ করেছেন। রাজ্যপাল সিবিআই বা ইডি নন। করোনা নিয়ে ২ হাজার কোটির দুর্নীতি হলে সেটার তদন্তের দায়িত্ব তাঁর নয়। আজগুবি তথ্য দিচ্ছেন রাজ্যপাল। পিএম কেয়ার ফান্ডে যে দুর্নীতি হচ্ছে সেটার কথা রাজ্যপাল বা দিলীপ ঘোষ বলছেন না। কোথা থেকে কত লক্ষ কোটি টাকা ফান্ডে জমা হয়েছে, এই টাকা কীভাবে খরচ হচ্ছে তা স্পষ্ট নয়। স্বচ্ছ ভারতের স্লোগান দিলেই হবে না, প্রশাসনের কাজেও স্বচ্ছতা আনতে হবে।’