Governor Visit Assam: 'জীবন বাঁচাতে বাংলা ছেড়ে পালিয়ে যায় অনেকে, এটা লজ্জার', অসমের শ্রীরামপুরে বললেন রাজ্যপাল

Continues below advertisement

গতকাল কোচবিহার সফরের পর আজ অসমের শ্রীরামপুরে বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর সঙ্গে রয়েছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও অন্য বিজেপি নেতারা। বিজেপির দাবি, রাজ্যে ভোট পরবর্তী হিংসার পর তাদের বেশ কিছু কর্মী অসমে আশ্রয় নিয়েছেন। রাজ্যপাল আজ তাঁদের সঙ্গে দেখা করেন।সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের প্রশাসন সাধারণ মানুষের জীবনরক্ষা করে না। জীবন বাঁচাতে বাংলা ছেড়ে পালিয়ে যায় অনেকে। এটি আমার জন্য এবং সরকারের জন্য লজ্জার বিষয়। বাংলায় সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে রাখা হয়। রাজ্যজুড়ে হওয়া অত্যাচার দেখেও আমরা সবাই চুপ করে ছিলাম। কে দোষী আর কে অত্যাচারিত, তা সবার কাছে পরিষ্কার। পুলিশ কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগও নেয় না। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হলেন। কিন্তু ব্যবস্থা নিতে পুলিশের ৫ দিন সময় লেগে গেল।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram