Graduation Admission: করোনা আবহে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রবেশিকা নয়, স্নাতক স্তরে ভর্তি শুরু অগাস্টে

Continues below advertisement

স্নাতকে ভর্তির পক্রিয়া শুরু হবে ২ অগাস্ট। স্নাতকে ভর্তির পক্রিয়া শেষ ৩০ সেপ্টেম্বর। ১  অক্টোবর থেকে কলেজে শুরু করতে হবে ক্লাস। নেওয়া যাবে না ভর্তির আবেদনের ফি। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তিকে প্রবেশিকা নয়।উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত: সূত্র। 

অন্য়দিকে, মূল্য বৃদ্ধির বাজারে আজই ঘোষণা হল রাজ্য বাজেট। বলা হয়েছে, বিধানসভায় রাজ্য বাজেট পেশ। আগামী অর্থবর্ষে ৩০৮৭২৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব। পরিবহণ ক্ষেত্রে ছাড় দেওয়া হল রোডট্যাক্সে। কোভিড পরিস্থিতির কারণে ৩১জুন পর্যন্ত ছাড় ছিল। রোড ট্যাক্সে ছাড়ের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল। স্ট্যাম্প ডিউটির হারেও বিশেষ ছাড়। স্ট্যাম্প ডিউটি কমানো হল ২ শতাংশ। দলিল রেজিস্ট্রেশনের বাজারদর ১০ শতাংশ হ্রাস করা হল। ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পে ১১৪৪৭৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব। শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে ১২৯১৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। অনগ্রসর শ্রেণির উন্নয়নে বাড়তি গুরুত্ব। অনগ্রসর শ্রেণির উন্নয়নে বরাদ্দ ২১৭১.৭৮ কোটি টাকা। কৃষি বিভাগের জন্য বরাদ্দ ৯১২৫ কোটি টাকা। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য বাজেটে কেন্দ্রীয় সরকারকে দায়ী করা হয়েছে। কোভিড পরিস্থিতিতেও পেট্রোলিয়ামজাত পণ্য থেকে ৩.৭১ কোটি টাকা রাজস্ব। ৩.৭১ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে কেন্দ্রীয় সরকার। এলপিজির ক্রমাগত মূল্যবৃদ্ধির তথ্যও তুলে ধরা হয়েছে বাজেটে।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "বাংলা এগিয়ে, কেন্দ্র দেশের অর্থনীতিটাই শেষ করে দিয়েছে। কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও বাংলা এগিয়ে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য ২ হাজার কোটির বেশি বরাদ্দ। স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য় ১ হাজার ৯০০ কোটি বরাদ্দ। ৬০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলা। আমফানে ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার কোটির বেশি। কেন্দ্রের কাছে আবেদন করে আমাদের টাকাই আমরা পেয়েছি। একশো দিনের কাজে বাংলা এক নম্বরে। রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার শিল্প আসছে। যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা সব অক্ষরে অজ্ঞরে পালন করছি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram