Gym Reopens: কোভিড বিধি মেনে খুলল জিম, দেখা মিলল অল্পজনেরই

Continues below advertisement

করোনা আবহে ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বহাল রয়েছে বিধিনিষেধ (Corona Restrictions)। যদিও আজ থেকে রাজ্যে ফের খুলছে জিম (Gym Reopens)। সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৪টে থেকে ৮টা পর্যন্ত রাজ্যের সব জিম খোলা রাখা যাবে। ৫০ শতাংশ সদস্য নিয়ে জিম চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য। যদিও বৃহস্পতিবার সকালে সব জিমেই খুব কম মানুষ শরীরচর্চা করতে এসেছেন। সব ধরনের কোভিড বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে জিমগুলিকে। বেলঘরিয়ার এক জিমের মালিক বলেন, 'অবস্থা খুবই খারাপ। সকালে খুব কম মানুষ এলেও হয়তো বিকেলে কিছু মানুষ আসা শুরু করবেন। যখন প্রথম জিম খুলেছিলাম তখন শূন্য থেকে শুরু করেছিলাম। আর এখন মাইনাস থেকে শুরু করছি।'

এর মধ্যে দেড়মাস বন্ধ থাকার পর আজ থেকে ফের রাস্তায় নেমেছে সরকারি-বেসরকারি বাস। রাস্তায় সরকারি বাস কিছু দেখা গেলেও অমিল বেসরকারি বাস। এছাড়াও অটো ও টোটো চলাচলে ছাড় দেওয়া হয়েছে। তবে সব ক্ষেত্রেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে গণ পরিবহণ। ধর্মতলা থেকে সামান্য কিছু পরিমাণে ছেড়েছে দুরপাল্লার বাস। তবে রাস্তায় সেভাবে দেখা নেই বেসরকারি বাসের। যে পরিমাণ বাসের দেখা মিলেছে তার ৯০ শতাংশই সরকারি বাস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram