Morning Headlines: অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে বাড়ির সামনেই করোনা আক্রান্তের মৃতদেহ ফেলে পালানোর অভিযোগ
কলকাতায় ফিরল অমানবিকতার ভয়ঙ্কর ছবি। অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে কেপিসি থেকে গড়ফায় বাড়ির সামনেই করোনা আক্রান্তের মৃতদেহ ফেলে পালানোর অভিযোগ। সম্ভবত টিবি হাসপাতালে গিয়েছিলেন, দাবি কেপিসির।
রাজ্যে একদিনে করোনায় রেকর্ড ৬৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৬ হাজার। শুধু কলকাতাতেই দৈনিক সংক্রমণ ৪ হাজার, মৃত ২৬। করোনায় বৈষ্ণবনগরের নির্দল প্রার্থীর মৃত্যু। আজ থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে ব্যাঙ্কে কাজ।
লাগাতার ৫ দিন দৈনিক সংক্রমণ ৩ লক্ষ পার! দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি। জরুরি ওষুধ ও অক্সিজেন সঙ্কট মেটাতে নিয়ে কী পরিকল্পনা কেন্দ্রের? জানতে চায় আদালত।
করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য শুধু কমিশনই দায়ী। অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। তামিলনাড়ুর জনস্বার্থ মামলায় তীব্র ভর্ত্সনা মাদ্রাজ হাইকোর্টের। মানুষ বাঁচলে গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ বলে মন্তব্য।
সঠিক পদক্ষেপ না নিলে বন্ধ করে দেব গণনা। প্রচার চলার সময় কী অন্য গ্রহে ছিলেন? জনস্বার্থ মামলায় কমিশনকে তুলোধনা মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির। ৩০ এপ্রিলের মধ্যে পরিকল্পনা জানাতে নির্দেশ।
নির্বাচন কমিশন-মোদির জন্যেই ভোটে বেলাগাম করোনা। মাদ্রাজ হাইকোর্টের মন্তব্যকে স্বাগত জানিয়ে মন্তব্য মমতার। একই সুর বাম-কংগ্রেসেরও। দুর্ভাগ্যজনক বলে পাল্টা সমালোচনায় বিজেপি।
উল্টোডাঙায় বিজেপি নেতার ওপর হামলা, গাড়ি ভাঙচুর। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলার পর হার ছিনতাইয়েরও অভিযোগ দায়ের থানায়। মেলেনি তৃণমূলের প্রতিক্রিয়া।
গরুপাচারকাণ্ডে এবার সিবিআই নজরে অনুব্রত মণ্ডল। সঙ্গী-সহ আজ নিজাম প্যালেসে তলব।