Narada Case Hearing: 'হাইকোর্টকে পাঠানো ইমেলে আইনের কোন চরিত্র মেনে অভিযোগ?' তিন বিচারপতির প্রশ্নজালে তুষার মেহেতা
Continues below advertisement
কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি শুরু হল। শুনানিতে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, '২০১৭ সালে মামলা শুরু হওয়ার পরে এঁদের গ্রেফতার করা হয়নি। ১৭ মে সকালে তাঁদের গ্রেফতার করা হল। তাঁরা নিম্ন আদালতে জামিন পেলেন। আপনারা হাইকোর্টে ই-মেল করে অভিযোগ জানালেন। হাইকোর্ট জামিনে স্থগিতাদেশ দিল। আপনাদের ইমেলে আইনের কোন চরিত্র মেনে অভিযোগ, উল্লেখ নেই।' তুষার মেহতাকে বিচারপতি সৌমেন সেন জিজ্ঞাসা করেন, 'যে ইমেল আপনারা পাঠান, তাকে মামলার কোন চরিত্র হিসাবে ধরব? জনস্বার্থ মামলা, জামিন খারিজ না রিট আবেদন?' শুনানিতে সিবিআই-এর আইনজীবী তুষার মেহেতা জানিয়েছেন, 'চিঠিতে একাধিক অভিযোগ ছিল, যার মধ্যে জনস্বার্থ মামলা অন্যতম ছিল।' তুষার মেহেতাকে বিচারপতি হরিশ ট্যান্ডন জিজ্ঞাসা করেন, 'আপনার কি মনে হয় না, বিচারব্যবস্থার ক্রমশ শ্রেণিবিন্যাস গুরুত্বপূর্ণ?'
Continues below advertisement
Tags :
TMC ABP Ananda CBI Firhad Hakim Narada-Sting Operation Madan Mitra Calcutta High Court Sskm Narada Case Subrata Mukherjee ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Narada Scam Interim Bail Narada Case Hearing Madan Mitra Released TMC MLA Madan Mitra Calcutta High Court