High Tide Alert: রাত পোহালেই ভরা কটাল, সুন্দরবনের উপকূল অঞ্চলে মাইকে সতর্কতামূলক প্রচার

Continues below advertisement

শনিবার রয়েছে পূর্ণিমার ভরা কটাল। নদী ও সমুদ্রের জলস্তর বাড়ানোর আশঙ্কা রয়েছে। এই কারণে সুন্দরবনের বিভিন্ন এলাকায় জারি করা হল সতর্কতা। আজ সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাইকে করে প্রচার চালানো হচ্ছে প্রশাসনের তরফে। গ্রামবাসীদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে উঁচু এলাকায় বা ত্রাণকেন্দ্রে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলিতে যাদের ইয়াসের কারণে বাড়ি ভেঙে গিয়েছিল তাদেরও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি প্লাবনের আশঙ্কাপ্রবণ আজ ওই এলাকাগুলি ঘুরে দেখলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী। নদীবাঁধগুলির অবস্থা খতিয়ে দেখেন তিনি। যে যে এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে সেখান থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 

অন্যদিকে, প্রবল বৃষ্টিতে ধস নামল দার্জিলিঙের রাস্তায়। কার্শিয়ঙের তিনধারিয়ায় ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। আজ সকালে ধস নামার পরেই বন্ধ হয়ে যায় যান চলাচল। সেই কারণেই আপাতত দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার মূল রাস্তা বন্ধ রয়েছে। যদিও শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে রোহিণী ও মিরিক হয়ে যাওয়া রাস্তা খোলা রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram