Higher Secondary Result Controversy: উচ্চমাধ্যমিকে নম্বর বিভ্রাট!, দায়ী স্কুল!, মুচলেকা নিয়ে নতুন বিতর্কে সংসদ

Continues below advertisement

উচ্চমাধ্যমিকে নম্বর বিভ্রাটের দায় স্কুলের। পরিমার্জিত মার্কশিট পেতে স্কুলগুলিকে দিতে হচ্ছে মুচলেকা। মুচলেকা নিয়ে নতুন বিতর্কে সংসদ। স্কুলের ত্রুটির কারণেই ভুল নম্বর। স্কুলের পাঠানো নম্বরেই তো মার্কশিট। ভুল হলে তার দায় তো নিতে হবে স্কুলকেই। প্রতিক্রিয়া উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদের। 

তিলজলার স্কুলে অকৃতকার্য ৭১ জন ছাত্রীই পাশ। এরা প্রত্যেকেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে আবেদন করেছিলেন এবং তারপরই তাঁরা কৃতকার্য হন। ছাত্রীদের দিয়ে মুচলেকায় সই স্কুল কর্তৃপক্ষের। "যা হয়েছে তা অনভিপ্রেত, এরকম আর হবে না।" ছাত্রীদের কাছ থেকে এই মর্মে মুচলেকা নিল স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ভাঙচুরের ঘটনায় মুচলেকা দিলেন ছাত্রীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram