Hilsa: নামখানায় পৌঁছল ৬০০০ কেজি ইলিশ, বাজারে আসার অপেক্ষায় ভোজনরসিকরা
Continues below advertisement
ভোজনরসিক বাঙালির জন্য সুখবর। খুব তাড়াতাড়ি পাতে উঠছে চলেছে ইলিশ (Ilish)। প্রায় ৬ হাজার কেজি ইলিশ (Hilsa) নিয়ে নামখানা (Namkjhana) ঘাটে পৌঁছেছে ১০-১২টি ট্রলার। বর্ষার মরশুমে এই প্রথম এত ইলিশ আসায় খুশি আড়তদার থেকে মৎস্যজীবীরা। খিচুড়ির সঙ্গে ভাজা ইলিশের যুগলবন্দি না থাকলে, বর্ষাটাই মাটি হয়ে যায় বাঙালির। কিন্তু আষাঢ় পেরিয়ে শ্রাবণ পড়লেও দেখা মিলছিল না রুপোলি শস্যের। তবে, অবশেষে মুখে হাসি ফুটতে চলেছে ভোজনরসিকদের। প্রায় ৬ হাজার কেজি ইলিশ নিয়ে নামখানা ঘাটে ঢুকেছে ১০-১২টি ট্রলার। বর্ষার (Monsoon) শুরুতে ছোটখাটো ইলিশ এলেও, বাজারে দেখা মেলেনি বড় ইলিশের (Ilish Fish)। তবে এবার সেই খরা কাটবে বলে আশা আড়তদার থেকে মৎস্যজীবীদের।
Continues below advertisement
Tags :
ABP Ananda Bengali Fish Hilsa Fish Ilish ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Hilsa Namkhana Fish Lover Bengali