HS Examinees Protest: উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের পাসের দাবিতে স্কুলে স্কুলে বিক্ষোভ
কলকাতার পর এবার মুর্শিদাবাদের ডোমকলে উচ্চমাধ্য়মিকে নম্বর কম পাওয়ার অভিযোগে বিক্ষোভ পড়ুয়াদের। রায়পুর স্কুলে বিক্ষোভ, ভাঙচুর পড়ুয়াদের। কম নম্বর পাওয়ায় বিক্ষোভ। ২৯ জুলাই আলোচনা করা হবে। আশ্বাস প্রধান শিক্ষকের।
কলকাতা থেকে জেলা। উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে অব্যাহত বিক্ষোভ। পাস করানোর দাবিতে চাকুলিয়ায় বিক্ষোভ, ভাঙচুর। অন্য়দিকে, দক্ষিণ ২৪ পরগনার দু'জায়গায় বিক্ষোভ। বিষ্ণুপুরের পীরতলায় পড়ুয়াদের পথ অবরোধ। আমতলা-বারুইপুর রোড আটকে বিক্ষোভ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাসন্তীর চুনাখালিতেও পথ অবরোধ। অন্য়দিকে দক্ষিণ ২৪ পরগনার দু'জায়গায় বিক্ষোভ। বিষ্ণপুরের একটি স্কুলে ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ। আমতলা, বারুইপুর রোড অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
রেজাল্ট-বিক্ষোভে জেলা শাসকদের নির্দেশ শিক্ষাসবিচের। উচ্চমাধ্যমিকে রেজাল্ট নিয়ে বিক্ষোভ, কড়া বার্তা মুখ্য়সচিবের। বিক্ষোভ থামান, মুখ্য়সচিবের নির্দেশে ডিএমদের বার্তা শিক্ষাসচিবের। স্কুলে গিয়ে জেলা শাসকদের পদক্ষেপ নিতে নির্দেশ। অভিযোগ খতিয়ে দেখুন, সমস্যা কী জানুন। সব খতিয়ে দেখে শিক্ষা সংসদকে জানান। ৩১ জুলাইয়ের মধ্য়ে সমস্যার সমাধান করতে হবে।