Illegal Water Producing Factory: দত্তপুকুরে বেআইনি জলের কারখানার হদিশ, উদ্ধার রাসায়নিক-জলের জার

Continues below advertisement

মধ্যমগ্রামের (Madhyamgram) পর দত্তপুকুর (Duttapukur)। ফের উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) বেআইনি জলের কারখানার (Illegal Water Producing Factory) হদিশ। গ্রেফতার (Arrest) মালিক। গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায় বারাসাত (Barasat) পুলিশ, জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর জলের জার, রাসায়নিক ও প্লাস্টিকের ছিপি। স্বাস্থ্যবিধি না মেনে বেআইনিভাবে জল তৈরি করা হচ্ছিল বলে পুলিশের দাবি।

এদিকে, প্রতারণার অভিযোগে ধৃত সনাতন রায়চৌধুরীর (Sanatan Roy Chowdhury) বিরুদ্ধে নতুন অভিযোগ। তাঁর বিরুদ্ধে ভুয়ো মানবাধিকার সংগঠন চালানোর চাঞ্চল্যকর দাবি করলেন অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক। পাশাপাশি সামনে এসেছে সনাতনের বাংলাদেশ (Bangladesh) যোগের বিষয়টিও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram