Fuel Price Protest: কাশীপুর থেকে চুঁচুড়া, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূলের বিক্ষোভ
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাশীপুরে বিটি রোডের (BT Road) পেট্রোল পাম্পে তৃণমূলের বিক্ষোভ। মিনিট ১৫ ধরে চলে প্রতীকী অবরোধ। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যানিংয়ে (Canning) তৃণমূলের মিছিল। নেতৃত্বে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) শওকত মোল্লা। এদিন রান্নার গ্যাসের সিলিন্ডার ঘাড়ে নিয়ে জীবনতলার সদানন্দ মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মীরা। পাশাপাশি চুঁচুড়ার (Chunchura) ঘড়ির মোড়ে তৃণমূলের প্রতিবাদ। বিকেল ৪টে পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ।
প্রসঙ্গত, জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত। কলকাতায় পেট্রোলের (Petrol) দাম ১০১ টাকা পার। ডিজেলের (Diesel) দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটার প্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটার প্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।