West Bengal Governor vs TMC: বিধানসভার অধ্যক্ষকে পত্রাঘাত রাজ্যপালের, অবান্তর কথা, পাল্টা আক্রমণে তৃণমূল
বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপের অভিযোগে রাজ্যপালের নামে লোকসভার স্পিকারের কাছে অভিযোগ। পাল্টা অধ্যক্ষকে চিঠি দিলেন রাজ্যপাল। জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে আক্রমণ। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
শিক্ষক নিয়োগ নিয়ে ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে ফের দুর্নীতির অভিযোগ ওঠায় নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল আদালত। যারা মামলা করেছে, তারা সমাজের বন্ধু? মামলাকারীদের আক্রমণে মুখ্যমন্ত্রী।
কাঁথি সমবায় ব্যাঙ্কে চুরির অভিযোগ তুলে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তোপ, চুরির তদন্ত শুরু হতেই আদালতে চলে গেল অভিযুক্তরা। এত ভয় কেন? পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এবার রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার। ভুয়ো ভ্যাকসিন নিয়ে অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ করা হয়েছে? ২ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি কেন্দ্রের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, কো-উইনের মাধ্যমেই হয় টিকাকরণ, মেলে সার্টিফিকেটও। এ নিয়ে নির্দিষ্ট তথ্য জানানো আছে রাজ্যগুলিকে। সঠিক নজরদারি না থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়।
কেন্দ্রীয় সরকার যখন রেকর্ড ভ্যাকসিনেশনের দাবিতে জোর প্রচার চালাচ্ছে, তখন রাজ্যের দিকে দিকে ভ্যাকসিনের আকালের অভিযোগ! উত্তর ২৪ পরগনার কামারহাটিতে গ্রাহকদের অভিযোগ, দ্বিতীয় ডোজ নেওয়ার মেসেজ এলেও ফিরতে হচ্ছে ভ্যাকসিন না পেয়ে। ভ্যাকসিন না পেয়ে কোচবিহারে বিক্ষোভ গ্রাহকদের।