TMC vs Governor: রাজ্যপাল সম্ভবত অর্ধ সত্য কথা বলেছেন, দাবি সুখেন্দু শেখর রায়ের

Continues below advertisement

‘জৈন হাওয়ালার ডায়েরিতে নাম ছিল কিনা, বললেন না রাজ্যপাল। রাজ্যপাল সম্ভবত অর্ধ সত্য কথা বলেছেন। জৈন হাওয়ালাকাণ্ডে চার্জশিটে নেই বললেন, নাম জড়িয়েছিল কিনা বললেন না। এ ব্যাপারে সম্ভবত কাল সত্য সামনে আসবে। দিল্লিতে গিয়ে কার সঙ্গে কী কথা হয়েছে, তা জানানো উচিত ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনিয়ে কথা না বলায় সন্দেহের জায়গা তৈরি হয়। রাজ্যপালের সঙ্গে কারা দেখা করে অভিযোগ করেছেন, তালিকা প্রকাশ করুন। রাজ্যপালের হাতে কোনও ক্ষমতাই নেই, প্রশাসন চালাতে মুখ্যমন্ত্রী আছেন। কোনও অভিযোগ পেলে, কেন মুখ্যমন্ত্রী-রাজ্য সরকারকে জানালেন না? ক্যাগকে দিয়ে জিটিএ-র স্পেশাল অডিট করানোর কথা বলছেন। বছরে একবার জিটিএ সম্পর্কিত রিপোর্ট চাওয়ার অধিকার রাজ্যপালের। মুখ্যমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট চেয়ে বিধানসভায় পেশ করার কথা। আইনের অপব্যাখ্যা করে শুধুই বিভ্রান্ত করার চেষ্টা করছেন রাজ্যপাল। কোন আইনের বলে ৬টি বিমানবন্দর একজন পেয়ে যান? ভোট পরবর্তী হিংসার জন্য রাজ্যপালও দায়ী। নির্বাচনের দিন ঘোষণা থেকে গণনা পর্যন্ত যা যা গণ্ডগোল, ভোটের সময় হিংসার কথা বলছেন না কেন রাজ্যপাল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ভোটের হারের দুঃখ বিজেপির চেয়ে রাজ্যপালের বেশি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথন প্রকাশ্যে এনে শপথ-ভঙ্গ করছেন রাজ্যপাল। রাজ্যপাল কোথা থেকে তথ্য পাচ্ছেন, তা প্রকাশ্যে আনুন। পিএম কেয়ার্স ফান্ড নিয়ে আগে বলুন, কারা কত টাকা দিয়েছে। শুধু স্বচ্ছ ভারতের স্লোগান দিলে হবে না। ছোট বোনের বিরুদ্ধে ভয়ঙ্কর কথা বললেন,’ রাজ্যপালকে আক্রমণ সুখেন্দু শেখর রায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram