Kaliachak Murder: অপহরণের ভুয়ো গল্প ফেঁদে বাবার কাছে টাকা নিয়েছিল খুনি আসিফ
কালিয়াচককাণ্ডে (Kaliachak) অস্ত্র উদ্ধার নিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে আসিফ মহম্মদ, দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, আসিফ একবার নয়, মোট দু’বার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। আসিফ অষ্টম শ্রেণিতে পড়াকালীন প্রথম বাড়ি থেকে পালায়, দশম শ্রেণিতে ওঠার পর ফের বাড়ি থেকে পালিয়ে যায় । বাবাকে ব্ল্যাকমেল করে আদায় করে ফোন, ল্যাপটপ, ক্যামেরা। ছোট থেকেই অপরাধমনস্ক আসিফ মহম্মদ। এমনকি অপহরণের গল্প ফেঁদে বাবার থেকে মুক্তিপণের টাকাও হাতিয়ে নেয়, দাদা আরিফ মহম্মদকে জিজ্ঞাসাবাদের পর সামনে এসেছে এইসব তথ্য। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, জেরা চলাকালীন সম্পূর্ণ নির্লিপ্ত থাকছে আসিফ। জেরা চলাকালীন একবারও তাকে ভেঙে পড়তে দেখা যায়নি। পুলিশ সূত্রে খবর, অস্ত্র সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জেরায় আসিফ একসময় দাবি করে সব অস্ত্র সে পাগলা সেতু থেকে নদীতে ফেলে দিয়েছে। তবে শেষপর্যন্ত জেরায় আসিফ জানায়, অস্ত্র রয়েছে বন্ধু সাব্বির আলির বাড়িতে। পরে সেখান থেকেই উদ্ধার হয় অত্যাধুনিক অস্ত্র, কার্তুজ। কিন্তু মা-বাবা, বোন-ঠাকুমা খুনে অভিযুক্ত আসিফ মহম্মদ অস্ত্র সংগ্রহ নিয়ে কেন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।