কীভাবে ঠাণ্ডা মাথায় চার-চারটে খুন? কালিয়াচক হত্যাকাণ্ডে আজ ঘটনার পুনর্নির্মাণের সম্ভাবনা

Continues below advertisement

মালদার (Malda) কালিয়াচকে (Kaliachak) এক পরিবারের চারজনকে খুনের অভিযোগে ইতিধ্যেই আসিফ মহম্মদকে (Asif Mohammad) গ্রেফতার করা হয়েছে। আসিফের দাদা আরিফ মহম্মদের (Arif Mohammad) বয়ানের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। আজ আদালতে আরিফ মহম্মদের গোপন জবানবন্দি (Confidential Statement) নেওয়া হবে। এর পাশাপাশি আসিফের মামারও গোপন জবানবন্দি নেওয়া হবে। আরিফ মহম্মদই একমাত্র ব্যক্তি যে এই গোটা ঘটনা প্রত্যক্ষ করেছে। দ্বিতীয়ত, জানা যাচ্ছে মামার থেকেও টাকা নিয়েছিল আসিফ এবং হুমকি দেওয়া হয়েছিল। আজ এই গোটা ঘটনার পুনর্নির্মাণের সম্ভাবনা রয়েছে। কীভাবে, কত সময়ের মধ্যে এই খুনের ঘটনা ঘটানো এবং চারটি দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল, তা দেখা হবে। তবে এখনও তদন্তে কিছু মিসিং লিঙ্ক (Missing Link) রয়েছে, যা ভেদ করতে তৎপর তদন্তকারীরা (Investigators)। আসিফ কেন এই কাজ করল ইত্যাদি জানার জন্য তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যাচ্ছে, এই ক্ষেত্রে মনোবিদদেরও সাহায্য নেওয়া হতে পারে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram