Kaliachak Murder: ‘ছোট থেকেই অপরাধমনস্ক আসিফ’, উঠে আসছে কালিয়াচককাণ্ডের তদন্তে

Continues below advertisement

কালিয়াচককাণ্ডে (Kaliachak) এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের জেরায় আসিফ মহম্মদ স্বীকার করেছে, গুলি করেই পরিবারের সদস্যদের খুনের পরিকল্পনা করেছিল আসিফ। তবে আওয়াজ হবে বলে সেই পরিকল্পনা বাতিল করে সে। এরপর কোল্ড ড্রিংকের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে অচৈতন্য করে দেওয়ার পর খুন করার পরিকল্পনা করে সে। পরিকল্পনা করেই গোডাউনের দেওয়ালের গাঁথনি মোটা করা হয়। তাতে জানলাও রাখা হয়নি। যাতে বাইরে থেকে কেউ কোনও আওয়াজ না পায়। পুলিশ সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের আগেও একবার হত্যার ছক কষে আসিফ। কিন্তু এতো পরিমাণ আগ্নেয়াস্ত্র কথা থেক পেল আসিফ, তার কোন সুস্পষ্ট উত্তর দিতে পারেনি। তাঁকে জেরা করছেন তদন্তকারী অফিসাররা। 

পুলিশ সূত্রে খবর, আসিফ একবার নয়, মোট দু’বার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। আসিফ অষ্টম শ্রেণিতে পড়াকালীন প্রথম বাড়ি থেকে পালায়, দশম শ্রেণিতে ওঠার পর ফের বাড়ি থেকে পালিয়ে যায় সে। বাবাকে ব্ল্যাকমেল করে আদায় করে ফোন, ল্যাপটপ, ক্যামেরা। ছোট থেকেই অপরাধমনস্ক আসিফ মহম্মদ। এমনকি অপহরণের গল্প ফেঁদে বাবার থেকে মুক্তিপণের টাকাও হাতিয়ে নেয়, দাদা আরিফ মহম্মদকে জিজ্ঞাসাবাদের পর সামনে এসেছে এইসব তথ্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram