Kasba Accident Update: কসবায় ঘাতক গাড়িতে মিলল সিরিঞ্জ, চলছিল সর্বনাশা মাদকের আসর?

কসবায় (Kasba) ঘাতক BMW থেকে মিলল ডিসপোজেবল সিরিঞ্জ। দুর্ঘটনাগ্রস্ত অডি (Audi) গাড়ি থেকে মিলেছে মদের বোতল, গ্লাস। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার আগে গাড়িতে বসে মদ্যপান করছিল ওই যুবকরা। ঘাতক BMW থেকে ডিসপোজেবল সিরিঞ্জ মেলায়, ওই যুবকরা মাদকাসক্ত ছিল কি না খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক রিপোর্ট খতিয়ে দেখে ফরেন্সিক বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্ঘটনার সময় BMW-র গতি ১০০ কিলোমিটারের বেশি ছিল। গতকাল ভোরে কসবায় হুক্কাবারের সামনে ওই দুর্ঘটনায় মৃত্যু হয় এক পথচারীর। মৃত্যুর সঙ্গে লড়ছেন এক পুলিশকর্মী। চার অভিযুক্ত ও হুক্কাবারের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola