Kolkata fire: কেষ্টপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৩১টি অস্থায়ী দোকান, আহত দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দা সহ ৭ জন

Continues below advertisement

কালীঘাট থানা এলাকায় আদিগঙ্গা থেকে যুবককে উদ্ধার। ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতাল থেকে ওই যুবককে  থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। 

বাঁশদ্রোণীতে ট্রান্সফর্মারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডাম্পারের চালক ও খালাসি। উদয়ন পার্ক এলাকার ঘটনা। ট্রান্সফর্মারের সামনে বিকল হয়ে যায় ডাম্পার। ডাম্পারের দরজার সঙ্গে ট্রান্সফর্মারের সংযোগ হতেই বিদ্যুৎস্পৃষ্ট চালক ও খালাসি। গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে।

কেষ্টপুরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৩১টি অস্থায়ী দোকান। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দা সহ ৭ জন। দমকলের ১৫টি ইঞ্জিন প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান।

আগুন খাক করে দিয়েছে কারও বই-খাতা, নথি। কারও আবার সোনার গয়না, বাড়িতে জমিয়ে রাখা টাকা চলে গিয়েছে আগুনের গ্রাসে। কেষ্টপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব বেশ কয়েকটি পরিবার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram