Krishnanagar TMC Tussle: মুকুলের সামনেই প্রকাশ্যে কোন্দল, তৃণমূল নেতা-কর্মীদের হাতাহাতি!

Continues below advertisement

জয় এবং দলবদলের পর প্রথমবার কৃষ্ণনগরে এসে রবিবার দলীয় কোন্দলের মুখোমুখি মুকুল রায় (Mukul Roy)। তাঁর সামনেই বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন এক তৃণমূল নেতা ও কয়েকজন তৃণমূল কর্মী। ধাক্কা মারতে মারতে মুকুল রায়ের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় কৃষ্ণনগরের তৃণমূল নেতা অতনু রায়কে (Atanu Roy)। এদিন কৃষ্ণনগরের একটি হলে তৃণমূলে তরফে মুকুল রায়ের সম্বর্ধনা ব্যবস্থা করা হয়। বিধায়কের কাছে পৌঁছনো নিয়ে শুরু হয় বচসা হাতাহাতি। এক তৃণমূল নেতাকে ধাক্কা মেরে সরিয়ে দেন তৃণমূল কর্মীরা। যে শাসক নেতাকে বের করে দেওয়া হয় তাঁর অবশ্য দাবি, এমন কিছুই ঘটেনি। শাসক দল বিষয়টি নিয়ে মাথা না ঘামালেও, কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েনি বিজেপি।

স্থানীয় সূত্রে দাবি, কৃষ্ণনগর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবদাস চৌধুরীর সঙ্গে অতনু রায়ের বিবাদের জেরেই এই পরিস্থিতি। মুকুল রায়ের দলবদলের পরেও কোন্দল পিছু ছাড়ল না তৃণমূলের।

১০০ দিনের কাজে বাধার অভিযোগ ঘিরে গন্ডগোল। পঞ্চায়েত প্রধানের মাথা ফাটানোর অভিযোগ। কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজ চলছিল। সেই কাজে স্থানীয় একটি পরিবার বাধা দিচ্ছিল বলে অভিযোগ। বাধা দেওয়ার খবর প্রধানের কাছে পৌঁছালে তিনি ঘটনাস্থলে এসে ওই পরিবারের সঙ্গে কথা বলতে চান। তখনই উত্তেজনা ছড়ায়। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram