Left Party worker's Death: ফুয়াদ বামকর্মী, তৃণমূলের ওপর দায় চাপানো স্বাভাবিক: কুণাল

Continues below advertisement

হাসপাতালে আহত বাম যুবকর্মীর মৃত্যু। নবান্ন অভিযানে আহত হয়ে ভর্তি ছিলেন বলে দাবি। দেহে লাঠির আঘাতের চিহ্ন ছিল, অভিযোগ ফুয়াদ হালিমের (Fuad Halim)। বাঁকুড়ার বাসিন্দা মৃত বাম যুবকর্মী মইদুল ইসলাম পেশায় অটো চালক। বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, "যখন এরকম আন্দোলন হয়, তখন পুলিশের দায় থেকেই যায় রাস্তা সাফ করার। তাঁর প্রশ্ন, এই ক'দিন তিনি কোন নার্সিং হোমে ছিলেন? কে চিকিৎসা করেছেন তাঁর? তাঁর আগে কোনও অসুস্থতা ছিল কি না, যতক্ষণ না এসব নিশ্চিতবভাবে জানা যাচ্ছে, ততক্ষণ পুলিশের ওপর এই অভিযোগ তোলা যাবে না।" পাশাপাশি তিনি বলেন, "ফুয়াদ হালিম একজন চিকিৎসক হওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত সক্রিয় এক সিপিআইএম কর্মী, তাই সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে তৃণমূল সরকারের ওপর দায় চাপাবেন, তা স্বাভাবিক। তবে আমরা কখনই মৃত্যু চাই না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram