Legislative Council : বিধান পরিষদ কি সংবিধান বিরুদ্ধ? বিজেপির আপত্তি নিয়ে প্রশ্ন পার্থ চট্টোপাধ্য়ায়ের

Continues below advertisement

আজ পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমরা আহ্বান জানিয়েছি রাজনৈতিক ধ্যানধারণার উর্ধ্বে থেকে সংবিধান এবং যুক্ত রাষ্ট্রীয় কাঠামোকে মান্যতা দিয়ে বিধান পরিষদ গঠনে সবাইকে মত দেওয়ার জন্য।"

বিধান পরিষদ নিয়ে বিধানসভায় ভোটাভুটি। দুই-তৃতীয়াংশ ভোটে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ। ভোটাভুটিতে অংশ নেন ২৬৫ জন বিধায়ক। সরকারপক্ষে ভোট দিয়েছেন ১৯৬ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ৬৯ জন বিধায়ক।

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, "সমাজের বিভিন্ন স্তরের মানুষকে প্রতিনিধিত্বের সুযোগ দিতে বিধান পরিষদ। বিধান পরিষদ কি সংবিধান বিরুদ্ধ? না হলে কেন আপত্তি? বিজেপি শাসিত রাজ্যেও পরিষদ, তাহলে বাংলায় কেন আপত্তি? অনেকেই এই প্রক্রিয়ায় অংশ নিতে চায়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram