Legislative Council: বিধান পরিষদ গঠন সময় ও অর্থের অপচয় ছাড়া কিছুই নয়, দাবি শুভেন্দু অধিকারীর

Continues below advertisement

বিধান পরিষদ (Legislative Council) নিয়ে বিধানসভায় ভোটাভুটি। দুই-তৃতীয়াংশ ভোটে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ। ভোটাভুটিতে অংশ নেন ২৬৫ জন বিধায়ক। সরকারপক্ষে ভোট দিয়েছেন ১৯৬ জন বিধায়ক। প্রস্তাবের বিরোধিতায় ৬৯ জন বিধায়ক। এই প্রসঙ্গে আজ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সাংবাদিকদের মুখোমুখি হলেন। তিনি বলেন, ‘তৃণমূল বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনেক কথা বলেন। তবে আমরা আমাদের দলের তরফে স্পট বক্তব্য রেখেছি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন রেকর্ড এই বিধান পরিষদের বিরোধিতা করেছি। ১৯৬৯ সালে তৎকালীন সরকার ও বিরোধীরা একমত হয়ে এই বিধান পরিষদ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। যে যুক্তি দিয়ে এটা তুলে দেওয়া হয়েছিল তা আজও বর্তমান। বিশেষ করে অর্থনৈতিক দায়ভার। বিধান পরিষদের কার্যকরী ক্ষমতা বিধানসভার হাতে থাকে না। এই পরিষদের কোন প্রয়োজনীয়তা নেই। বিল অনুমোদনের ক্ষেত্রে বিধান পরিষদে সময়ের অপচয় হয়। ৫ বছরে ৬০০ থেকে ৮০০ কোটি টাকা এর জন্য খরচ হবে। এটা অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। তাই আমরা বিরোধিতা করেছি।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram