Mamata Banerjee PC: নিজের স্কুলেই মাধ্যমিক, ৩ ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টা পরীক্ষা: মমতা

Continues below advertisement

নবান্নে আজ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক (Madhyamik Examination) এবং জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) কথা ঘোষণা করেন তিনি। তিনি জানান, "১২টি অত্যাবশ্যক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর। সেক্ষেত্রে ১৬ দিনের পরীক্ষা ৮ দিনেই নেওয়া সম্ভব হবে। আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা ৩ ঘণ্টার জায়গায় দেড় ঘণ্টায় নেওয়া হবে। নিজের স্কুলেই মাধ্যমিক পরীক্ষা হবে।" তিনি যোগ করেন, "স্যানিটাইজ করে, সামাজিক দূরত্ব মেনে যাতে পরীক্ষা হয় সেবিষয়ে নজর দেওয়া হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram