TMC: মালদার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণের দাবি তৃণমূলেরই ১২ জন সদস্য়ের

Continues below advertisement

পঞ্চায়েত প্রধান দুর্নীতিগ্রস্ত, এই অভিযোগে তাঁর অপসারণের দাবি তুলেছেন তৃণমূলের (TMC) ১২ জন পঞ্চায়েত সদস্য। যার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পর্যন্ত। এই নিয়ে মালদার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে এসেছে তৃণমূলের দ্বন্দ্ব। স্থানীয় সূত্রে খবর, মাসখানেক আগে তৃণমূলের ১৮ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ১২ জনই, প্রধানের বিরুদ্ধে অনাস্থা চেয়ে বিডিওর (BDO) কাছে আবেদন করেন। অভিযোগ, তলবি সভা ডাকা নিয়ে টালবাহানা করছেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও। এরপরই এনিয়ে হাইকোর্টে মামলা করেন ১২ জন তৃণমূল সদস্য। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে বিজেপি (BJP)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram