Mamata Banerjee at Hooghly: বিজেপিতে সুরক্ষিত নয় মা-বোনেরা, ওই দলে মেয়েদের পাঠাবেন না : মমতা

Continues below advertisement

বুধবার হুগলির (Hooghly) ডানলপ (Dunlop) ময়দানে সভায় উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, "বিজেপিতে (BJP) দলের মেয়েদের নিয়ে যা করা হয়, সেই গল্প বললে লজ্জায় শিহরিত হতে হবে। বিজেপিতে দলে মেয়েরা সুরক্ষিত নয়, ওই দলে মেয়েদের পাঠাবেন না, যারা দলে রয়েছে তারা ভয়ে কিছু বলতে পারছে না।" তিনি এই প্রসঙ্গে আরও বলে, "তৃণমূল কংগ্রেসে মেয়েদের সম্মান করা হয়। মায়ের মতো সম্মান করা হয় দলের মহিলা কর্মীদের। বাংলার মা-বোনেরা আছে বলেই বাংলায় শান্তি আছে।" এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বলে, "মমতা দিদি কিছু না করলে তুমি কি করেছ? রাজ্যবাসীকে স্বাস্থ্যসাথী বিভিন্ন প্রকল্প দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার, মোদি শুধু ‘ডুগডুগি’ দিয়েছে।" মিডিয়াও বিজেপির কাছে মাথা নত করেছে। তাই সব বিশ্বাস করবেন না, সভামঞ্চ থেকে বার্তা মমতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram