Mamata Banerjee at Kalna: 'সব কাজ আমরা করব, তাহলে বিজেপিকে ভোট কেন?'
Continues below advertisement
বিধানসভা ভোটের আগে আজ কালনায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনসভা থেকে তৃণমূল নেত্রী বলেন, "বিজেপি কোনও ধর্মকে সম্মান করে না। বিজেপি চৈতন্যদেব সম্পর্কে ভুল তথ্য দেয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপি। সবাইকে নিয়ে আমরা বাংলায় থাকতে চাই, কিন্তু বিজেপি তা চায় না", ধর্ম নিয়ে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি কৃষকদের সম্পর্কে তিনি বলেন, "কৃষকদের জন্য আমরা অনেক কাজ করেছি। কৃষিজমির কর মকুব করে দিয়েছি। ‘শস্যবিমার পুরো প্রিমিয়াম আমরা দিই, কেন্দ্র দেয় না। রাজ্যে এসে বলছে বিজেপিকে ভোট দাও, কেন দেবে?"
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda Congress Kalna Burdwan Mamata Banerjee Humayun Kabir Humayun Kabir Joins TMC Mamata Banerjee