Mamata Banerjee in Bankura: ‘নির্বাচন কমিশন অমিত শাহ বাবু চালাচ্ছেন না তো?’, বাঁকুড়া থেকে কটাক্ষ মমতার

Continues below advertisement

আজ বাঁকুড়ার  শালতোড়া বিধানসভা এলাকায় মেজিয়া স্কুল মাঠে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে মমতা বলেন, “জঙ্গলমহলে লক্ষ লক্ষ যুবকের চাকরি হবে। সারা ভারতে বিজেপির নোটবন্দির ফলে, গ্যাসের দাম বাড়ানোর ফলে মানুষের কষ্ট হচ্ছে। আমরা ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী দিচ্ছি তাহলে বিজেপি (BJP) কেন মানুষকে বিনা পয়সায় গ্যাস দেবে না?” তিনি যোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না, এটা ওরা ভালোভাবে জানে। কী ভাবেন অমিত শাহ (Amit Shah) নিজেকে? মিটিংয়ে লোক হচ্ছে না তাই এজেন্সির জোর দেখাচ্ছেন? নির্বাচন কমিশন অমিত শাহ বাবু চালাচ্ছেন না তো?’ তিনি আরও বলেন, “আমি যখন হাঁটি তখন উন্নয়নও আমার সঙ্গে হাঁটে। মাথাও হাঁটে। হৃদয়ও হাঁটে। মানুষের পায়ে আঘাত লাগে, সেটা কত বড় যন্ত্রণা সেটা যার হয় সেই জানে।“

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram