Mamata Banerjee on Cyclone Yaas: কাল থেকে ৪৮ ঘণ্টা সর্বক্ষণ নজরদারি চলবে, মানুষের প্রাণ যাতে না যায়, সেটা দেখতে বলা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

করোনা আবহের মধ্যেই এবার ঘূর্ণিঝড় ইয়াসের ভ্রূকুটি। ঘূর্ণিঝড় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।। তিনি বলেন, ‘রাজ্যের ২০টি জেলার উপর প্রভাব পড়বে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। আগামিকাল থেকে ঘূর্ণিঝড় মোকাবিলা নিয়ে নবান্নে (Nabanna) কাজ শুরু হবে। ৪৮ ঘন্টা লাগাতার মনিটরিং করা হবে। আজও মনিটরিং চলছে। ৫১টি বিপর্যয় মোকাবিলা টিম প্রস্তুত করা হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে বেশ কয়েকটি বৈঠক করা হয়েছে। পুলিশ ও জেলা প্রশাসনগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram