Mamata Banerjee Rally: ‘BJP মিথ্যে কথার গ্যাস বেলুন, নির্বাচনের সময় ক্যাশ বেলুন’, কটাক্ষ মমতার

Continues below advertisement

গড়বেতা (Garbeta) বিধানসভা এলাকার গোয়ালতোড়ের আমলাশুলির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “এবার ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে। ৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করা হবে। কৃষক বন্ধু প্রকল্পে ৫০০০ টাকার বদলে মে মাস থেকে ৬০০০ টাকা পাবেন। তৃণমূল ক্ষমতায় এলে কৃষক বন্ধু প্রকল্পে মাসে ১০০০০ টাকা করে পাবেন। আমফানের সময় বিজেপি কোথায় ছিল? একটা দুটো কেসে ভুল হতে পারে।" বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “নির্বাচন এলেই ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ে বিজেপি। নির্বাচনের আগে মিথ্যে কথার গ্যাস বেলুন, নির্বাচনের সময় ক্যাশ বেলুন। হাজার হাজার নেতা ঘুরে বেড়াচ্ছেন, ভোট লুঠের চেষ্টা করছে। লুঠেরা এলে হাতা-খুন্তি নিয়ে তেড়ে যাবেন।" তিনি যোগ করেন, "আমরা আমাদের সাধ্যমতো দিচ্ছি আর কেন্দ্র কেরোসিন, গ্যাসের দাম বাড়িয়েছে। যতই টাকা দিক, আপনারা কেউ ভোট দেবেন না। ওদের লালচক্ষু দেখে ভয় পাবেন না। সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ। সুশান্ত ঘোষকে সবাই দেখেছে, তপনদের সবাই দেখেছে, তাই আপনারা ওদের ভয় পাবেন না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram