Mamata Letter to Modi: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে স্থানীয় বিধায়কের থাকার এক্তিয়ার নেই' প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখলেন মমতা

Continues below advertisement

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি-ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। পাঁচ পাতার চিঠিতে কেন্দ্রের বদলি সংক্রান্ত নির্দেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি প্রধানমন্ত্রীকে দেওয়া এদিনের চিঠিতে তিনি লিখেছেন, 'আমি নিয়মমাফিক প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক চেয়েছিলাম। বৈঠকের কাঠামো বদলে আপনার দলের স্থানীয় বিধায়ককে ডাকলেন। আমার মনে হয়, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে তাঁর থাকার এক্তিয়ার নেই। মাননীয় রাজ্যপাল ও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে আপনি ডেকেছিলেন। আপনিও জানেন, মাননীয় রাজ্যপালের ওই বৈঠকে কোনও ভূমিকা নেই।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram