Mamata Swearing In: শপথ গ্রহণ অনুষ্ঠানেও অব্যাহত মুখ্যমন্ত্রী-রাজ্যপাল দ্বৈরথ

Continues below advertisement

শপথ গ্রহণের মঞ্চেই ফের মুখ্যমন্ত্রী-রাজ্যপাল দ্বৈরথের ছায়া। রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে রাজ্যপাল (Jagdeep Dhankar) বলেন, এই মুহূর্তে রাজ্যে হিংসা বন্ধ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত মুখ্যমন্ত্রীর। জবাবে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, এতদিন প্রশাসনের রাশ কমিশনের (Election Commission) হাতে ছিল। তবে অশান্তি বন্ধ করতে কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ রাজভবনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। এরপর একসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। ভোট-পরবর্তী অশান্তি বন্ধ করতে সেখানে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধনকড় বলেন, এই মুহূর্তে রাজ্যে অহেতুক হিংসা বন্ধ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। কারণ এর ফলে সমাজের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রয়েছে। আশা করি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেত শীঘ্রই ব্যবস্থা নেবেন তিনি। আমি আশা করছি যে সংবিধান এবং আইন মেনে প্রশাসন কাজ করবে। ভারতে দুর্দান্ত গণতান্ত্রিক ব্যবস্থা আছে। এই মুহূর্তে আমরা গভীর সংকটে আছি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram