Milkha Singh Demise: 'বিশ্বের দরবারে ভারতকে অনেকটা এগিয়ে রেখেছিলেন', শোকজ্ঞাপন দোলা বন্দ্যোপাধ্যায়ের

৯১ বছর বয়সে দৌড় থামল মিলখা সিংহের (Milkha Singh)। করোনামুক্তির পরেও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে গত গতকাল রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চারবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ানের প্রয়াণে শোকের ছায়া। তাঁর প্রয়াণে অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় (Dola Banerjee) বলেন, "মিলখা সিংহ, পিটি ঊষার মতোন মানুষেরাই প্রমাণ করেছিলেন যে ভারতও ক্রীড়াক্ষেত্রে এগোতে পারে। ওঁর প্রয়াণে খুবই খারাপ লাগছে।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola