MLA Remark Contro: 'এলাকায় গণ্ডগোল করলে রাম দাওয়াই', বিধায়কের মন্তব্যে বিতর্ক

Continues below advertisement

ভোটের পর এলাকায় গণ্ডগোল করলে অভিযুক্তদের রাম দাওয়াই দেওয়া হবে। এই হুঁশিয়ারি দিয়েছেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। গতকাল অশোকনগরে এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই এই মন্তব্য করেন তিনি।  তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহ সভাপতি বিপ্লব হালদার। তাঁর কটাক্ষ, রাজ্যের শাসকদলের সংস্কৃতি কী, একজন বিধায়কের মুখে এই ধরনের মন্তব্যই তার প্রমাণ।

রাজ্যে বিজেপির রথ প্রচারে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থান পেত রাজ্য নেতা-নেত্রীদের ছবিও। সূত্রের খবর, সেই সময় বিজেপির (BJP) অন্দরে বিতর্ক মাথাচাড়া দেয়। কোন নেতার ছবি থাকবে আর কার থাকবে না, এটা কে ঠিক করবে? সম্ভবত দ্বন্দ্বের আঁচ পেয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয় বাংলায় বিজেপির কোনও অনুষ্ঠান বা কর্মসূচিতে রাজ্য সভাপতি ছাড়া অন্য কারও ছবি থাকবে না। তবে কেন্দ্রীয় নেতৃত্বের ছবি অবশ্যই থাকবে। সেই মতো বিধানসভা ভোটের সময় রাজ্যজুড়ে প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য সভাপতির ছবির কাটআউট ব্যবহার করা হয়। বিজেপি সূত্রে দাবি, সেই নিয়ম কিছুটা শিথিল করা হচ্ছে। এবার থেকে বাংলায় বিজেপির কর্মসূচিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) পাশে ঠাঁই পেতে পারে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ছবিও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram