West Bengal Corona Update: দ্বিতীয় ঢেউয়ে ৮০% আক্রান্ত করোনার ডেল্টা প্রজাতিতে: রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী
প্রথম ঢেউয়ের তুলনায় করোনার (Corona) দ্বিতীয় ঢেউ ভারতে ব্যাপক সংক্রমণ ছড়িয়েছে। গতবারের তুলনায় এবারের মৃত্যুর হারও বেশি। চিকিৎসকদের মতে ডেল্টা (corona delta variant) প্রজাতির দাপটেই এবারে করোনায় বাড়বাড়ন্ত। আক্রান্ত হয়েছে ছোটরাও। কোভিড পরবর্তী সমস্যায় শিশুদের (Child death due to Corona) মৃত্য়ু হয়েছে। বাংলাতেও হানা দিয়েছে ডেলটা প্রজাতি। ইতিমধ্য়েই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী (Ajay Chakraborty) জানিয়েছেন দ্বিতীয় ঢেউয়ে বাংলায় যতজন করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের ৮০% ডেল্টা প্রজাতিতে সংক্রমিত। তবে এখনও অবধি এখানে ডেল্টা প্লাস স্ট্রেনে আক্রান্তের খোঁজ মেলেনি।
করোনায় (India Corona) দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজার পার। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারে পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন (Covid 19)। একদিনে মৃত্যুর সংখ্যা ১,২৫৮। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩। এরই মধ্য়ে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ২৯ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৭ হাজার ৯৪৪।