Morning Headlines: ‘বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপের চেষ্টা’, লোকসভার অধ্যক্ষের কাছে নালিশ বিধানসভার অধ্যক্ষের

Continues below advertisement

বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপের চেষ্টা করছেন রাজ্যপাল (Governor)। লোকসভার অধ্যক্ষের কাছে বেনজির নালিশ বিধানসভার অধ্যক্ষের। কমিশনের (Election Commission) আট দফা ভোটের জন্যই করোনায় রাজ্যে ৯ বিধায়কের মৃত্যুর অভিযোগ। কলাইকুণ্ডায় মোদির (Narendra Modi) বৈঠক থেকে বেরিয়ে যাওয়ায় আলাপনের বিরুদ্ধে কেন্দ্রের চার্জশিট। হারের প্রতিহিংসা, প্রধানমন্ত্রীর নির্দেশে বেআইনি পদক্ষেপের অভিযোগ তৃণমূলের (TMC)। আলাপনকে (Alapan Bandyopadhyay) সামনে রেখেই তো লুঠ, পাল্টা দিলীপ (Dilip Ghosh)। জন বার্লার (John Barla) পরে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব এবার ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক। পৃথক রাজ্যের দাবি, সৌমিত্রের (Soumitra Khan) দাবিতে দলেই প্রশ্ন। ক্ষুণ্ণ হচ্ছে ভাবমূর্তি, সতর্ক করার দাবি মিডিয়া সেলের একাংশের। বাংলা ভাগ চায় না বিজেপি, দলে থাকতে মানতে হবে নীতি, বার্তা দিলীপের। বিতর্কে সুর নরম সৌমিত্রর। বিরোধীদের বৈঠক, পেট্রোলের দাম নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা। একজোট হতে হবে, বিকল্পের প্রসঙ্গ তুলে বললেন আরএলডি নেতা। বিচারপতি অনিরুদ্ধ বসু সরে দাঁড়ানোর পরে নারদ মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) নতুন বেঞ্চ। হাইকোর্ট হলফনামা না নেওয়ার অভিযোগে মমতা-মলয়ের আবেদনের শুনানি। ফের শুনানি আগামী শুক্রবার। চেতলায় ভিডিও প্রকাশ্যে এনে কাঞ্চন-শ্রীময়ীর বিরুদ্ধে বিস্ফোরক পিঙ্কি। মাথা মুড়িয়ে বিজেপি থেকে তৃণমূলে খানাকুলের বহু বিজেপি কর্মী-সমর্থক। ভুলের প্রায়শ্চিত্ত বলে দাবি। ময়ূরেশ্বরে তুলসি গাছ নিয়ে তৃণমূলে যোগ বিজেপি কর্মীদের। হয়তো সুরক্ষা দিতে পারিনি তাই ফিরছেন, স্বীকারোক্তি দিলীপের। এবার কি তৃণমূলের পথে বিজেপি (BJP) তারকা প্রার্থীরা? জল্পনা বাড়ালেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। শর্তসাপেক্ষে দেশে ফিরতে তৈরি বিনয় মিশ্র (Vinay Mishra), চাই গ্রেফতার না করার প্রতিশ্রুতি; আদালতে প্রস্তাব আইনজীবীর। ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়া যায়? সিবিআইকে (CBI) প্রশ্ন বিচারপতির। সারদার (Saradha Scam) আমানতকারিদের টাকা ফেরাতে এক সদস্যের কমিটি গড়ার ভাবনা হাইকোর্টের। রাজ্যে একদিনে করোনায় (Corona) আক্রান্ত ফের ২ হাজারের নিচে। ৪৭ জনের মৃত্যু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram